বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত; আহত এক শিক্ষার্থীর ঢাকা মেডিকেলে মৃত্যু

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর এক শিক্ষার্থী মারা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এরপর বিমানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন।

এর আগে দগ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বাকি দুজন ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। আহত তিনজনের মধ্যে একজন ছেলে শিক্ষার্থী এবং অন্য দুজন বয়স্ক ব্যক্তি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img