ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এছাড়া অনাহারে আরও ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে অপুষ্টিজনিত কারণে গাজ্জায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। আর এর বেশিরভাগই গত কয়েক সপ্তাহে ঘটেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।









