বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় আরও ৮৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে এক দিনে আরও ৮৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫৯ হাজার ৬৭৬ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৫ জুলাই) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে নয়জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ জনেরও বেশি আহত হয়েছেন। ফলে ২৭ মে থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণপ্রত্যাশীর সংখ্যা এক হাজার ৯২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও সাত হাজার ৩২০ জন।

চলতি বছরের ১৯ জানুয়ারিতে বিভিন্ন দেশের চাপে বাধ্য হয়ে অবরুদ্ধ গাজ্জায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে আট হাজার ৫২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩১ হাজার ৯২৪ জন আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজ্জায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, গাজ্জায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img