রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মাওলানা নুরুল হক চকোরী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল হক চকোরী।

ইতিপূর্বে তিনি কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২৬ জুলাই) কেন্দ্রীয় আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এ সংগঠককে কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খল ও সুচারুভাবে পরিচালনায় তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয় ।

পার্টির সহকারী সংগঠন সচিব (চট্টগ্রাম বিভাগ) মাওলানা ইনআমুল হক কুতুবী সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, মাওলানা নুরুল হক চকোরী সাংগঠনিক জীবনে ক্রমান্বয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি প্রথমে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর আমীর ছিলেন৷ পরবর্তীতে তিনি কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব আঞ্জাম দেন। সদ্য গঠিত জেলা কার্যনির্বাহী পরিষদেও তিনি পূনরায় অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img