চাঁদাবাজির অভিযোগে যেই জড়িত হোক, ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার অভিযোগের পরপরই আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজ যতই প্রভাবশালী বা বড় হোক, ছাড় পাবে না।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু হবে আগস্ট থেকে। পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল হবে রুটিন কর্মসূচির অংশ হিসেবে।









