২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। হামলার পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিয়ে রেখেছে দখলদার বাহিনী। ফলে সেখানে অনাহারে প্রতিদিনই প্রাণ হারাতে হচ্ছে নারী ও শিশুসহ বহু মানুষকে।
সর্বশেষ গাজ্জা সরকারের গণমাধ্যম অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই পরিস্থিতিতে ৪০ হাজারেরও বেশি শিশু ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়ছে। কারণ গত ১৫০ দিন ধরে ইসরায়েল গাজায় কোনো শিশু খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না।
সরকারি বিবৃতিতে বলা হয়, আমরা সব সীমান্ত ক্রসিং অবিলম্বে এবং শর্তহীনভাবে খুলে দেওয়ার দাবি জানাচ্ছি, যাতে শিশু খাদ্য ও জরুরি মানবিক সহায়তা প্রবেশ করতে পারে।









