গাজ্জায় সকাল থেকে আরও কমপক্ষে ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এর মধ্যে ১৯ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে হামলায় বিরতি দেওয়ার ঘোষণা দিয়েও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালাচ্ছে ইসরাইল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই গাজ্জায় হত্যাকাণ্ড চলছে বলে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।
অপরদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, গাজ্জায় যা ঘটছে তা সহ্য করার মতো নয়। অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট, অনাহার এবং অপুষ্টির বিষয়েও সতর্ক করেছে বিভিন্ন সংস্থা।









