শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

বিশ্ববাসীর চোখের সামনে ধুঁকে ধুঁকে মরছে গাজ্জার নিরীহ মানুষ: এরদোগান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে মানবতা বলতে কিছুই নেই উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, গাজ্জায় বর্তমানে নাৎসি শিবিরের চেয়েও খারাপ পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববাসীর চোখের সামনে অনাহারে ধুঁকে ধুঁকে মরছে গাজ্জার নিরীহ মানুষ। এমনকি তাদেরকে খাবার পানি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

আজ বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে এরদোগান বলেন, দেশটি অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে। গত ২২ মাস ধরে ৩৬০ বর্গকিলোমিটারের একটি ক্ষুদ্র ভূখণ্ডে নিরপরাধ মানুষদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

ইসরাইলের কর্মকাণ্ডে মানবতার লেশমাত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল। এতে স্পষ্ট বুঝা যাচ্ছে যে তাদের আসলে কোনো মানবতা নেই।’

প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, বিশ্বের বিবেকবান সব দেশ, বিশেষ করে মুসলিম রাষ্ট্র ও জনগণকে আমি আহ্বান জানাচ্ছি — শিশুদের এইভাবে অনাহারে বা দখলদার বাহিনীর গুলিতে মৃত্যুর মুখে পড়ার বিরুদ্ধে জোরালোভাবে আওয়াজ তুলুন।

তিনি বলেন, “আমরা যা করণীয় তা করে যাব। ইনশাআল্লাহ, গাজ্জায় লোকজনের বিরুদ্ধে যারা গণহত্যা চালাচ্ছে, একদিন সেই অপরাধীদের আইনের মুখোমুখি হতে এবং ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে আমরা দেখব।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img