ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে অস্ত্রত্যাগ করার আহ্বান জানিয়েছে সৌদি, কাতার ও মিশরসহ আরব বিশ্বের ১৭টি দেশ। জাতিসংঘের উদ্যোগে নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে এক ঘোষণাপত্রে এ আহ্বান জানানো হয়। এরপর এ আহ্বানকে সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ।
ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে তিনদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনের দ্বিতীয়দিন মঙ্গলবার (২৯ জুলাই) এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয়।
ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে ১৭টি দেশ। যার মধ্যে কাতার, সৌদি আরব ও মিশরের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও আরও কয়েকটি পশ্চিমা দেশ রয়েছে। ঘোষণাপত্রে হামাসকে গাজ্জা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলনের পর ফ্রান্সের নেতৃত্বে আরেকটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে ফ্রান্সসহ ১৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে।
ফ্রান্স জানায়, দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং গাজ্জা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে।









