মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

অনাহারে রয়েছে গাজ্জার ১০ লাখ নারী ও শিশু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবরোধের ফলে গাজ্জায় অনাহারে আছে ১০ লাখ নারী ও কন্যাশিশু। কেননা, দিনদিন অঞ্চলটিতে মানবকি সংকট আরও খারাপ হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা মেহের’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় জাতিসংঘ জানিয়েছে, গাজ্জায় দশ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এর অবসান হওয়া উচিত।

প্রেস টিভি অনুসারে, জাতিসংঘ সব নারী ও কন্যাশিশুদের জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

এর আগে গত রোববার গাজ্জায় আরও সাহায্য প্রবেশের জন্য বিমান হামলায় আংশিক বিরতি ঘোষণা করে ইসরাইল। ব্যাপক অনাহার এবং অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক নিন্দার পর এ পদক্ষেপ নেয় তেল আবিব।

তবে, মানবিক সংস্থাগুলো জানিয়েছে, উপকূলীয় ছিটমহলে প্রবেশকারী সাহায্য অত্যন্ত অপর্যাপ্ত। পর্যাপ্ত খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলেও সতর্ক করেছে সংস্থাগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, এ বছর গাজ্জায় ৭৪টি অপুষ্টিজনিত মৃত্যুর মধ্যে ৬৩টিই ঘটেছে শুধুমাত্র জুলাই মাসে, যার মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের কম বয়সি ২৪ জন শিশু রয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অনাহারজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩টিই শিশু।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img