মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তান-উজবেকিস্তানের মধ্যে ২০ মিলিয়ন ডলারের ৪৫টি বাণিজ্য চুক্তি স্বাক্ষর

আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে বেসরকারি খাতে ২০ মিলিয়ন মার্কিন ডলারের ৪৫টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

কাবুলে অনুষ্ঠিত এক যৌথ বাণিজ্যিক বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দীন আজিজী।

তিনি বলেন, “মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে, বিশেষ করে উজবেকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাবুলে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত ওইবেক উসমানভ।

তিনি বলেন,“আমরা প্রস্তুত আছি আফগানিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে।”

গত চার বছরে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক পূর্বের যেকোনো সময়ের তুলনায় দৃঢ় হয়েছে। উভয় পক্ষই এ সম্পর্ক আরও সম্প্রসারিত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এই অর্জন তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের আঞ্চলিক কূটনীতি ও বাণিজ্যিক সক্ষমতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img