গাজ্জায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে রোববার সন্ধ্যায় ইসরাইলের সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একযোগে প্রচারণা শুরু করেছেন। সাবেক সেনাপ্রধান, পুলিশ কমিশনার, গোয়েন্দা সংস্থা শিন বেত, মোসাদ ও মিলিটারি ইন্টেলিজেন্সের সাবেক প্রধানরা এই প্রচারণায় যুক্ত হয়ে বলেন, ইসরাইল এখন পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
একটি তিন মিনিটের বেশি সময়ের ভিডিও বার্তায়, যা সাম্প্রতিক এক বৈঠকে ধারণ করা হয়েছে, সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধবিরতির পক্ষে তাদের যুক্তি তুলে ধরেন।
তারা স্পষ্টভাবে বলেন, “আমরা একত্রে এক হাজার বছরেরও বেশি অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করছি। আমাদের দায়িত্ব হলো কথা বলা এবং যা বলার দরকার, তা বলে যাওয়া, আমরা পরাজয়ের দ্বারপ্রান্তে।”
তারা আরও বলেন, “এই যুদ্ধ গতকালই শেষ হতে পারত। গাজ্জায় যারা বন্দি আছেন, তাদের সবাইকে একবারেই মুক্ত করা সম্ভব হতো।”
সাবেক নিরাপত্তা প্রধানদের এই ভিডিও বার্তা এমন এক সময়ে সামনে এলো যখন গাজ্জা যুদ্ধ নিয়ে ইসরাইলি অভ্যন্তরীণ মহলে অসন্তোষ চরমে পৌঁছেছে। তারা শুধু নিরাপত্তাজনিত শঙ্কা নয়, বরং মানবিক এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও যুদ্ধ থামানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এই বক্তব্য দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর









