ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় টানা বিমান হামলা চালিয়ে ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী, এ সময় আহত হয়েছেন আরও ৪৩৯ জন।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজ্জায় এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯৩৩ জনে। আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৭ জনের বেশি ফিলিস্তিনি।
বিবৃতিতে বলা হয়, নিহতদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও কর্মী সংকটের কারণে তাদের জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সোমবার কেবল ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০০ জন।









