বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

চট্টগ্রাম মহানগর হেফাজতের দোয়া মাহফিল ও বিজয় র‍্যালি 

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও স্বৈরাচার শাসক পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা।

আজ মঙ্গলবার (৫আগষ্ট) সকালে চট্টগ্রামের ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় ও হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মাওলানা এনামুল হক সিরাজ মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার।

মুফতি হারুন ইজহার বলেন, দীর্ঘ ১৬ বছর পর ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়ে নতুন করে পশ্চিমা আধিপত্য কায়েম করার জন্য যে নতুন ফাঁদ সৃষ্টি করা হচ্ছে তা এই দেশের লক্ষ কোটি তৌহিদী জনতা কঠোর হস্তে রুখে দিবে ইনশাআল্লাহ,

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া, কারী ফজলুল করিম, মাওলানা জয়নুল আবেদীন, কারী ইদ্রিস, মাওলানা শাহাদাত, প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img