ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও খাদ্য সহায়তা বন্ধের কারণে অনাহার ও অপুষ্টিতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে ১৮৮ জন ফিলিস্তিনির, যার মধ্যে ৯৪ জনই শিশু।
আজ বুধবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইসরাইলি বাহিনী অন্তত ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৫৮ জনই ত্রাণ প্রত্যাশী ছিল। তারা আমেরিকা-ইসরাইল সমর্থিত গাজ্জা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরাইলি বাহিনী তাদের হত্যা করে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন আরও ৮ জন, যাদের মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে শুধুমাত্র ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে ১৮৮ জন ফিলিস্তিনির, যার অর্ধেকই শিশু।









