পোলিও নির্মূলে বিল গেটস ফাউন্ডেশনের আরো সহযোগিতা চেয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
বুধবার (৬ আগস্ট) বাখতার নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে পোলিও নির্মূল ও টিকাদান কার্যক্রম জোরদার করতে বিল গেটস ফাউন্ডেশনের সাথে সম্প্রতি একটি বৈঠকে মিলিত হয়েছেন ইমারাত সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী মাওলানা ওয়ালি হক্কানী।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে তিনি আফগানিস্তান থেকে পোলিও নির্মূলে ফাউন্ডেশনটির আরো সহযোগিতা কামনা করেছেন।
এছাড়াও বৈঠকে পোলিওর মতো রোগগুলোর ভাইরাস নির্মূলে গণটিকাদান কর্মসূচির কার্যকারিতা ও পোলিও ভাইরাস নির্মূলের কৌশল নিয়ে আলোচনা হয়। বিশেষত, টিকাদানের হার তুলনামূলক কম এমন ৬টি জেলায় ফাউন্ডেশনটির কর্মপন্থা কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বাস্থ্য উপমন্ত্রী মাওলানা আব্দুল ওয়ালি হক্কানী ফাউন্ডেশনের আলোচ্য উদ্যোগগুলোর প্রতি জোরালো সমর্থন জানান এবং অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিল গেটস ফাউন্ডেশনের সাথে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, গণটিকাদান কর্মসূচির আওতায় শুধুমাত্র পোলিও নয়, হাম প্রতিরোধী টিকাদানও অন্তর্ভুক্ত থাকবে। আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী শিশুদের কল্যাণ নিশ্চিত করতে বিল গেটস ফাউন্ডেশনের সাথে যৌথ পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।।
বিল গেটস ফাউন্ডেশনের সাথে এই বৈঠকে আফগান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের মহাপরিচালক ড. হায়দারখান হায়দার এবং গণটিকাদান কর্মসূচির প্রধান ড. হাকিম হেমাতও অংশগ্রহণ করেছিলেন।









