মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

খাবারের লাইনে অপেক্ষমান ফিলিস্তিনি ফুটবল কিংবদন্তিকে হত্যা করল ইসরাইল

খাদ্য সহায়তা সংগ্রহের লাইনে অপেক্ষায় থাকা ফিলিস্তিনি ফুটবল কিংবদন্তি সুলাইমান আল ওবায়দকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (৬ আগস্ট) ফিলিস্তিন ফুটবল এসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজ্জায় মানবিক ও খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি ফুটবল কিংবদন্তি ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় সুলাইমান আল ওবায়দ শহীদ হয়েছেন। হামলার সময় তিনিও অন্যান্যদের ন্যায় ক্ষুধার্ত অবস্থায় মানবিক ও খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

কিংবদন্তি ফুটবলার আল ওবায়দ ফিলিস্তিনের পেলে নামে পরিচিতি পেয়েছিলেন। নিজ শহরের খাদামাত আশ-শাতি ক্লাব থেকে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি দখলকৃত পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাবে যোগ দেন। পরবর্তীতে গাজ্জা স্পোর্টস ক্লাবে খেলেন এবং শেষমেশ জাতীয় দলে পৌঁছান। দীর্ঘ ফুটবল ক্যারিয়ার জীবনে তিনি ১০০টিরও বেশি গোল করেছিলেন, যা তাকে ফিলিস্তিন ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত করে।

বিবৃতিতে আরো বলা হয়, গাজ্জায় ইসরাইলের গণহত্যা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্তক্রীড়াঙ্গনের ৬৬২ জন সদস্য শহীদ হয়েছেন। সুলাইমান আল ওবায়দ তাদের মধ্যে ৬৬২ তম।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক ফুটবলের মূল সংস্থা ফিফার প্রতি আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড়দের নির্মমভাবে হত্যা ও নৃশংস আক্রমণের দায়ে যেনো ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া দখলকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলী বসতির ক্লাবগুলো ইসরাইলের ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে বলেও অভিযোগ জানানো হয়, যা ফিফার বৈষম্যবিরোধী নিয়মের লঙ্ঘন। তাই ইসরাইলকে সর্বাত্মক ভাবে নিষিদ্ধের আহবান জানানো হয়।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img