গত ২৪ ঘন্টায় গাজ্জায় ৮৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নিহতদের মধ্যে ৩১ জন ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৫১৩ জন।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের পূর্বের হামলার ধ্বংসস্তূপ থেকে আরও ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল এবং আহত করেছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনকে।









