শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ইসরাইলের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, গাজ্জা উপত্যকার মানুষ বর্তমানে অনাহার ও প্রাণহানির শিকার হচ্ছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বুধবার (১৩ আগস্ট) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গাজ্জার পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং ইসরাইলের কর্মকাণ্ড ন্যায্যতা দেওয়া যায় না।

তিনি আরও বলেন, ইসরাইল মার্চ মাসে ঘোষণা করেছিল যে তারা ত্রাণ সহায়তার প্রবাহে সীমাবদ্ধতা আরোপ করবে এবং আমরা এখন এর পরিণতি দেখছি। গাজ্জায় একটি মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

ইসরাইলের এই পরিকল্পিত অনাহার সৃষ্টি কি যুদ্ধাপরাধের শামিল কিনা এমন প্রশ্নের জাবাবে আলবানিজ বলেন, এটি অবশ্যই আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু নয়।

তিনি বলেন, গাজ্জায় মিডিয়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানুষ প্রতিরাতে টিভিতে দেখতে পাচ্ছেন, মানুষ শুধু কষ্ট, অনাহার ও প্রাণহানির শিকার হচ্ছেন না, বরং খাবার ও পানি আনার সময়ও মানুষকে হত্যা করা হচ্ছে। এখন ২০২৫ সালে এসে এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ