শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রোতে হামাস নেতা

মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার আলোচনা এগিয়ে নিতে কায়রো গেছেন হামাস নেতা খলিল আল-হায়া।

এক প্রতিবাদে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সফরের বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে হামাস কর্মকর্তা তাহের আল-নোনো বলেছেন, মিসরের কর্মকর্তাদের সঙ্গে বুধবার আলোচনায় বসবেন হামাসের প্রতিনিধিরা।

তাদের আলোচনায় থাকবে যুদ্ধের অবসান, সহায়তা প্রদান এবং গাজাবাসীদের ভোগান্তি শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

জুলাই মাসে হামাস-ইসরাইল পরোক্ষ আলোচনার (তৃতীয় পক্ষের উপস্থিতিতে) সর্বশেষ দফা কোনও রকম অগ্রগতি ছাড়াই শেষ হয়। মার্কিন সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি পরিকল্পনায় অগ্রগতি না হওয়ার জন্য দুপক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করেছিল।

মিসর সফরের বিষয়ে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, আলোচনার টেবিলে বসতে হামাস প্রস্তুত রয়েছে। কায়রো সফরে যাওয়া কর্মকর্তারা তাদের এই অবস্থান স্পষ্ট করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর জন্য আলোচনাই একমাত্র পথ বলে বিশ্বাস করে হামাস। এই লক্ষ্য অর্জনে যে কোনো মতবিনিময়ে তাদের আপত্তি নেই।

তবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুপক্ষের অবস্থানে এখন পর্যন্ত বিস্তর ফারাক রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ইসরাইলি সেনা প্রত্যাহারের মাত্রা এবং হামাসকে নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ