বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে মুসলিম বৃদ্ধকে মাতাল হিন্দুত্ববাদীদের জয়শ্রী রাম বলাতে মারধর ও জবাইয়ের হুমকি

মদ খেয়ে হুশ হারালেও মুসলিমদের পেয়ে হিন্দুত্ববাদী উগ্রতা ও নৃশংসতা প্রকাশ করতে ভুল করছে না ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা।

রবিবার (১৭ আগস্ট) মুসলিম মিররের এক প্রতিবেদনে এমনই এক ঘটনা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় মাতাল হিন্দুত্ববাদী কর্তৃক এক মুসলিম বৃদ্ধকে জয়শ্রী রাম বলতে বাধ্য করতে মারধর ও জবাইয়ের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে, উগ্র হিন্দুত্ববাদীদেরকে ওই মুসলিম বৃদ্ধের দাড়ি উপড়ে ফেলার চেষ্টা করতে, ‘ভারত মাতা কি জেয়’ স্লোগানে বাধ্য করতে ও বিভিন্ন অশ্লীল গালি দিতেও দেখা যায়।

মাতাল আক্রমণকারীদের একজন বলছিলো, এখানে হিন্দু শাসন চলে। তোকে জয়শ্রী রাম বলতে হবে। বল, ‘জয়শ্রী রাম’, ‘ভারত মাতা কি জেয়’।

আরেকজন বলছিলো, তোরা হালাল করে কাটিস। আমরা তোকে এক ঝটকায় কাটবো। অর্থাৎ, তোমরা পশু উৎসর্গ করতে জবাই করো। আমরা তোমাকে পাঠা ইত্যাদি উৎসর্গের ন্যায় এক কোপে ধর আলাদা করবো।

কুপিয়ে মাথা আলাদা করার হুমকিদাতা বৃদ্ধের দাড়ি কেটে ফেলতে এক পর্যায়ে ছুরিও চায়তে থাকে, যা ওই মুসলিম বৃদ্ধকে চূড়ান্তভাবে ভীতসন্ত্রস্ত করে তুলে।

এই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। স্থানীয়রা অবিলম্বে এই উগ্র হিন্দুত্ববাদীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাতে থাকে।

পৌরি গাড়োয়াল জেলার সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট লোকেশ্বর সিং জানান, ভুক্তভোগী মুসলিম বৃদ্ধ ও তাকে হামলা, হেনস্তা ও হত্যার হুমকিদাতা ব্যক্তিদের সকলেই স্থানীয় বাসিন্দা। তারা ভারতীয় রেলওয়েতে ঠিকাদার শ্রমিক হিসেবে কাজ করেন। মুসলিম বৃদ্ধের নাম রিজওয়ান। হত্যার হুমকিদাতা ও আক্রমণকারীরা হলেন, মুকেশ ভাট, মনীশ বিষ্ট এবং নবীন ভান্ডারী। এদের ৩জনকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি জুন ও জুলাইয়েও ভারতে ভিন্ন ভিন্ন জায়গায় মাতাল হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমদের মারধর ও জয়শ্রী রাম বলতে বাধ্য করার ঘটনা ঘটেছে।

গত ২৫ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে কর্ণাটকে ২ মুসলিম যুবককে মাতাল হিন্দুত্ববাদীদের ব্যাপক মারধর ও জয় শ্রীরাম বলতে বাধ্য করার কথা জানানো হয়। যেখানে বলা হয়, অটোরিকশা চালক ওয়াসিম আহমদ ও অটো-মেকানিক জমির আহমদ অটোরিকশায় বেঙ্গালুরুর সাম্পিগেহল্লি থেকে চোক্কানাহল্লি যাওয়ার সময় উগ্র হিন্দুত্ববাদীদের নৃশংস হামলার শিকার হোন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এতে উল্লেখ করা হয় যে, একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কিছু লোক প্রথমে ওয়াসিম আহমদ ও জমির আহমদের অটোরিকশা থামায়। মদ্যপ ও মাতাল থাকলেও আশ্চর্যজনক ভাবে তারা তাদের মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছিলো। হামলায় ওয়াসিম আহমদ গুরুতর আহত হোন। পরবর্তীতে, জনসাধারণ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ