ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলেরস গাজ্জা দখলের পরিকল্পনা ব্যর্থ হবে। ইসরাইল অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে, এবারো তাই হবে।
এক বিবৃতিতে এমনটাই বলেছে হামাস।
হামাস ইসরাইলকে হুমকি দিয়ে বলেছে গাজা দখল কোনো পিকনিক হবে না।
হামাস বলেছে, এই পরিকল্পনা গাজ্জা উপত্যকায় ২২ মাসের বেশি সময় ধরে চলা গণহত্যার ধারাবাহিকতা এবং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি অবজ্ঞার শামিল।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি অবজ্ঞা প্রমাণ করে, তিনিই চুক্তি লঙ্ঘনকারী, বন্দিদের জীবনের প্রতি তার দায় নেই এবং তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি আগ্রহী নন।
বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও, ইসরাইলি সরকার গাজ্জা সিটি ধ্বংস এবং গাজ্জার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে ইসরাইলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
সূত্র: আনাদোলু