রিপাবলিকান সাংসদ মার্জোরি টেইলর গ্রিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রভাব নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরাইলের বিশাল প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে প্রায় সব কংগ্রেস সদস্যের ওপর।
গ্রিন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরাইল এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা প্রায় সব মার্কিন কংগ্রেস সদস্যের ওপর প্রযোজ্য। তিনি উল্লেখ করেন, ইসরাইলপন্থী একটি লবি এই সদস্যদের তেল আবিব সফরে যেতে বাধ্য করছে।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের মতো প্রভাবশালী কোনো রাষ্ট্র আর নেই।
গ্রিন আরও বলেন, “ইসরাইলই একমাত্র রাষ্ট্র যে বিশাল প্রভাব ও নিয়ন্ত্রণ ভোগ করছে প্রায় আমার সব সহকর্মীর ওপর।”
উল্লেখ্য, গ্রিন হচ্ছেন প্রথম রিপাবলিকান কংগ্রেস সদস্য যিনি গাজ্জায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন।
গত ৭ অক্টোবর ২০২৩ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরাইল গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে হত্যাযজ্ঞ, অনাহারে মৃত্যু, ধ্বংসযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি। আন্তর্জাতিক মহলের সব আহ্বান এবং আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ইসরাইলি গণহত্যায় এখন পর্যন্ত ৬২ হাজার ১২২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন আহত হয়েছেন—যাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া ৯ হাজারের বেশি মানুষ নিখোঁজ, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দুর্ভিক্ষে মারা গেছেন আরও ২৬৯ জন, যাদের মধ্যে রয়েছে ১১২ জন শিশু।
সূত্র: আল–জাজিরা











