ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার ৯০ শতাংশ স্কুল গোলাবর্ষণ করে ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল- এমনটাই জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএ।
রোববার (২৪ আগস্ট) সংস্থাটি এ তথ্য জানায়।
তারা জানায়, ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই স্কুলগুলোকে পুনর্নির্মাণ করা প্রয়োজন।
এর আগে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছিল, ২০২৩ সালের অক্টোবরে সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে গাজ্জা উপত্যকায় ৫০০টিরও বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
এইচআরডব্লিউ-এর মতে, ইসরাইলের গোলাবর্ষণে গাজ্জায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থাটি জোর দিয়ে বলেছে, ইসরাইলের চালানো এসব হামলায় আমেরিকার তৈরি গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।









