বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় থেমে নেই ইসরাইলের বর্বরতা; একদিনে আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা উপত্যকার বিভিন্ন স্থানে বর্বর হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ সময় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ১৩ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের।

আজ বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরাইলি সেনারা গাজ্জার সবচেয়ে বড় শহর গাজ্জা নগরীতে আরও গভীরভাবে ঢুকে পড়েছে। পুরো মহল্লা-মহল্লা ধ্বংস করে ফেলা হচ্ছে, ফলে ফিলিস্তিনি পরিবারগুলোর আর কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ থাকছে না। এর মধ্যেই ইসরাইলি অবরোধ সৃষ্ট দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে।

আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, ইসরাইলি হামলার মুখে উত্তর গাজ্জার আস-সাফতাওয়ি এলাকা থেকে মানুষ পালাচ্ছে। প্রায় ১০ লাখ মানুষকে দক্ষিণ গাজ্জার দিকে যেতে বাধ্য করছে ইসরাইল।

ছবিগুলোতে দেখা যায়, ধ্বংসস্তূপে ভরা ধুলোমাখা রাস্তায় লম্বা সারি বেঁধে হাঁটছে নারী-পুরুষ-শিশুরা। কারও হাতে ব্যাগ, কম্বল, খাটিয়া, কেউ ঠেলাগাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছে সামান্য জিনিসপত্র, আবার কেউ ছোট ছোট বাচ্চাদের হাত ধরে হাঁটছে।

প্যালেস্টাইনি সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া টানা আগ্রাসনে গাজ্জা নগরীর জায়তুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে এনিয়ে অনাহারে মোট মৃত্যু তিন শতাধিক। এর মধ্যে শিশু রয়েছে ১১৭ জন। এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও থামছে না গাজ্জায় ইসরাইলের বর্বরতা। গাজ্জা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে দখলদার সেনারা। হামলার তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে অনেক ফিলিস্তিনির।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img