বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় ২৪ ঘণ্টায় অন্তত ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার বিভিন্ন স্থানে তীব্র বোমাবর্ষণ চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজ্জাজুড়ে ইসরাইলের হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ।

বাসিন্দারা জানান, গাজ্জার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ চালানো হয়েছে। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও চারজনের। এর মধ্যে দুজনই শিশু।

গাজ্জা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা। এটি গাজ্জা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এ আগ্রাসনে ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন।

গাজ্জার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, কেবল জায়তুনের দক্ষিণাংশেই ১৫০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরাইল, সেখানে আর কোনো ভবন দাঁড়িয়ে নেই।

গাজ্জায় তীব্র মানবিক সংকটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুই শিশুসহ আরও চারজন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে, এর মধ্যে ১২১ শিশু।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজ্জায় প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img