তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজ্জার ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার ব্যাপারে আমেরিকা তার আগের অবস্থান থেকে সরে এসেছে। ওয়াশিংটন এখন আর খোলাখুলিভাবে ইসরাইলকে সমর্থন করছে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে তুরস্কের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হাকান ফিদান বলেন, গাজ্জায় ইসরাইলি গণহত্যার বাস্তাবতাকে বিশ্ব এখন স্বীকৃতি দিয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সত্যকে আড়াল করার চেষ্টা করছেন।
তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুটি গোটা বিশ্বের জন্য একটি রক্তক্ষরণময় ক্ষত। গাজ্জায় ইসরাইলের কারণে যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
ইসরাইলের কার্যকলাপের সমালোচনা করে তিনি আরও বলেন, নেতানিয়াহু প্রশাসন কোনো মানবিক মূল্যবোধের তোয়াক্কা করে না।
সূত্র: ইয়ানি সাফাক











