বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; অনাহারে মৃত্যু পাঁচজনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে একদিনে আরও ৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে শহীদের সংখ্যা ৬৩ হাজার ২৫ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরো ২২৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে।

মানবিক সহায়তা নিতে গিয়ে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ২২৮ জনেরও বেশি।

মন্ত্রণালয় আরও জানায়, অনাহার ও অপুষ্টিতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৩২২ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১২১ জনই শিশু।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img