গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাস্ট্র ইসরাইলের এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বিষিয়টি নিশ্চিত করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিহত ওই কর্মকর্তা হলেন এরিয়েল লুবলিনার। সেনাবাহিনীর দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ৩৪ বছর বয়সী এই কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর—যেদিন “আল-আকসা ঝড়” অভিযান শুরু হয়, এর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০০ সেনা নিহত হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, খান ইউনিস এলাকায় ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ফলে এরিয়েল লুবলিনারের মৃত্যু হয়েছে।
সূত্র: মেহের নিউজ











