শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায় ইসরাইল: গ্রেটা থুনবার্গ

সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, ইসরাইল ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায় এবং গাজ্জা দখল করতে চায়, যা তার মতে একটি সুস্পষ্ট গণহত্যার ইঙ্গিত বহন করে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

থুনবার্গ বলেন, এই মুহূর্তে আলোচনার বিষয় নয় আমরা একটি আন্তর্জাতিক মিশন নিয়ে গাজ্জার উদ্দেশ্যে যাত্রা করছি, বরং মূল বিষয় হলো ফিলিস্তিনিদের মানবিক অধিকার থেকে বঞ্চিত করার যে উদ্দেশ্য তা নিয়ে বিশ্ব আজও নীরব কেন।

তিনি বলেন, গল্পটি ফিলিস্তিনের। গল্পটি হলো কীভাবে মানুষকে ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং কীভাবে বিশ্ব এই অন্যায়ের সামনে চুপ করে থাকতে পারে।

ইসরাইলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে তারা খুব স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়। তারা গাজ্জা দখল করতে চায়।

থুনবার্গ বলেন, এই বাস্তবতা যদি মানুষকে পদক্ষেপ নিতে, রাস্তায় নামতে এবং সংগঠিত হতে না বাধ্য করে, তাহলে আর কিছুই পারে না।

তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান, গাজ্জায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে প্রভাবশালী এই পরিবেশ আন্দোলনকারী আগেও ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। এবারের বক্তব্যে তিনি সরাসরি ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ