মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে: মোল্লা আব্দুল গনী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ বলেছেন, “আফগানিস্তান বিভিন্ন প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ দেশ। পেশাদার খনির মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে দ্রুত অগ্রগতি করতে পারব।”

বুধবার (৩ আগস্ট) সারিপল প্রদেশের বেলখাব উপজেলায় সিমেন্ট খনি এবং খনিগুলোর সংযোগকারী সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোল্লা আব্দুল গনি বলেন, “জাতীয় উন্নয়ন সংস্থা এই খনির খনন কাজগুলো সহজতর এবং দ্রুততর করার জন্য ২০০ কিলোমিটারের বেশি মানসম্পন্ন সড়ক নির্মাণ করেছে, যা বেলখাব উপজেলার সিমেন্ট খনিগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে।”

বিভন্নি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাতীয় উন্নয়ন সংস্থা বেলখাবের সিমেন্ট খনির পেশাদার খননের জন্য প্রায় ১০০টি খনন ইউনিট খনন কাজ করেছে। বর্তমানে খনিতে সরাসরি ২০০০-এর বেশি শ্রমিক কর্মরত আছেন এবং প্রতি বছর প্রায় ৫০০,০০০ টন সিমেন্ট উত্তোলন করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ