বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

কুমিল্লা মাদরাসায়ে ইহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাসটার্মিনাল জামে মসজিদ সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জায়গা নিয়ে যাত্রা শুরু করেছে মাদরাসায়ে ইহসানিয়া দারুল উলূম।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থায়ী জায়গায় নতুন একটি ভবনের উদ্বোধন ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল হক ও মাওলানা আব্দুর রাজ্জাক।

মাদরাসার মুহতামীম মাওলানা খলীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সঞ্চালনা করেছেন মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতী আকরামুল হক।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রানীর বাজার মাদরাসার মুহতামীম মাওলানা মনির হোসাইন, কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. হাফেজ মাওলানা মুহিউদ্দীন ইকরাম, জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের সিনিয়র মুফতী ও মুহাদ্দিস তাওহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা ওমর ফারুক সুলতানী, আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন’র চেয়ারম্যান মুফতী শেখ নাঈম বিন আব্দুল বারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইকরা ইসলামিক স্কুল এন্ড মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফরিদ আহমদ, শাসনগাছা ফোরকানিয়া মাদরাসার মুহতামীম মাওলানা তৈয়ব, মাদরাসায়ে এমদাদিয়া সুলতানুল উলুমের মুহতামীম হাফেজ আজিজুল হক, জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের মুহতামীম মাওলানা মারগুব বিন ওবায়েদ, উম্মাহাতুল মুমিনীন মাদরাসার মুহতামীম মাওলানা আবু কাউসার।

পরে মাওলানা আব্দুর রাজ্জাকের মুনাজাতের মধ্যে দিয়ে উদ্বোধন ও দু‘আ মাহফিল সমাপ্ত হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img