মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

আইএসআইএস খোরাসান সবচেয়ে বিপজ্জনক আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী: কাবুলভ

আইএসআইএসের খোরাসান শাখাকে সবচেয়ে বিপজ্জনক আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত জমির কাবুলভ।

তিনি বলেন, মস্কোর দৃষ্টিতে সবচেয়ে বিপজ্জনক আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হলো আইএসআইএস। বিশেষত, এর খোরাসান শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

কাবুলভ বলেন, তবে অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোও এই অঞ্চলের জন্য গুরুতর হুমকি। যেমন, পাকিস্তানের জন্য তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এবং চীনের জন্য পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম)।

রাশিয়া পাকিস্তান ও চীনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত উল্লেখ করে তিনি বলেন, এই গোষ্ঠীগুলোর হুমকিকে অবমূল্যায়ন করা উচিত নয়। এদের নির্মূল করতে হবে; নতুবা এই ইস্যু বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আফগান ভূখণ্ড থেকে জঙ্গিবাদ দমনে ইমারাত সরকারকে যথেষ্ট সহায়তা দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। জঙ্গিবাদ দমনে ইমারাত সরকার সফল হবে বলেও রাশিয়া বিশ্বাস করে বলে জানান।

এছাড়াও রাশিয়া আফগানিস্তানকে টিটিপি ও ইটিআইএম বা অন্যান্য জিহাদি গোষ্ঠীগুলোর ব্যাপারে ইসলামাবাদের বারংবার অভিযোগের কথাও জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মস্কোর বিশ্বাস আফগান সরকারকে তাদের সীমার ভেতরে চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত সমর্থন দেওয়া উচিত।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ উপায়ে উত্তেজনা সমাধান করতে তিনি ইমারাত সরকারের প্রতি গুরুত্বারোপও করেন।

ইমারাত সরকারকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আফগান ইমারাত সরকারকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক বা রাজনৈতিক কারণে নয়, বরং নিরাপত্তাজনিত বিষয়ও নির্ভর করছে। কারণ, মস্কোর বিশ্বাস ইমারাত সরকারকে শক্তিশালী করা হলে আফগান ভূখণ্ড থেকে তারা সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখবে।

তিনি আরও যোগ করেন, আফগান ইমারাত সরকারকে স্বীকৃতি দেওয়ার মূল কারণ হলো, মস্কো কর্তৃক নতুন আফগান কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছা। এর আরেকটি উদ্দেশ্য হলো, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ নিরসন নিশ্চিত করা।”

ইমারাত সরকারকে বিভিন্ন দেশের স্বীকৃতি দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ দূত কাবুলভ বলেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। চীন আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে তারা আফগান রাষ্ট্রদূতকে গ্রহণ করেছে এবং তাঁর কূটনৈতিক পরিচয়পত্রকে স্বীকৃতি দিয়েছে। পাকিস্তানও আফগান দূতের মর্যাদা রাষ্ট্রদূতের পর্যায়ে উন্নীত করেছে, যা স্বীকৃতির প্রতি একটি ইতিবাচক ইঙ্গিত।

এছাড়া তিনি দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও মানবিক কষ্টের জন্য আফগান সরকারকে সমবেদনা জানান।

আফগান শরণার্থীদের ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে, রাশিয়া-আফগানিস্তান সম্পর্ক দ্বিপাক্ষিক, তাই কাবুল মস্কোর সঙ্গে শরণার্থীদের বিষয়টি উত্থাপন করেনি।

সূত্র: তলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ