ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় তীব্র বোমাবর্ষণ চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এসব হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৩ জন শহীদ হয়েছেন। এর মধ্যে কেবল গাজ্জা সিটিতেই শহীদ হয়েছেন ৪৩ জন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে আল-জাজিরা জানায়, গাজ্জায় ইসরাইলের গণহত্যা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বুধবার ইসরাইলি বাহিনী গাজ্জা সিটি ও আশপাশের এলাকায় তীব্র বোমাবর্ষণ চালালে কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে শুধু গাজ্জা সিটিতেই প্রাণ হারান ৪৩ জন।
গাজ্জার গণমাধ্যম দফতরের তথ্য অনুযায়ী, শুধু গাজ্জা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজ্জা সিটিতেই মারা গেছেন প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজ্জায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ৬ জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। অবরোধ চলাকালে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে ৩৬৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, এর মধ্যে ১৩১ শিশু।