বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর জন্য অর্থায়ন বন্ধ করল স্কটল্যান্ড সরকার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর জন্য সরকারি অর্থায়ন বন্ধ করার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী জন স্বিনি। সেই সঙ্গে তিনি ব্রিটেন সরকারকে প্রস্তাবিত ইউকে-ইসরাইল ফ্রি ট্রেড চুক্তি থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি এ ঘোষণা দেন।

হলি রুডে স্কটিশ পার্লামেন্টের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বিনি বলেন, তারা ইসরাইলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর জন্য সরকারি অর্থ প্রদান বন্ধ করবে।

জন স্বিনি বলেন, “যেসব অস্ত্র কোম্পানির পণ্য বা সেবা এমন দেশে ব্যবহার হয়, যেখানে গণহত্যার প্রমাণ আছে, তাদের নতুন সরকারি অর্থ দেওয়া হবে না, এতে ইসরাইলও অন্তর্ভূক্ত থাকবে।”

তিনি বলেন, “যে কোনো প্রতিরক্ষা কোম্পানি স্কটিশ সরকারের কাছ থেকে সহায়তা চায়, তাকে প্রমাণ করতে হবে যে তার পণ্য ইসরাইলের সঙ্গে সামরিকভাবে যুক্ত নয়।”

মানবিক সহায়তা ও তহবিল

স্বিনি ঘোষণা করেছেন যে স্কটিশ চ্যারিটি ‘কিডস অপারেটিং রুম’-কে ৪ লাখ পাউন্ড (£400,000), যা প্রায় ৫৩৭,০০০ মার্কিন ডলার এর সমান, দানে দেওয়া হয়েছে। যা স্কটল্যান্ডে গাজ্জার জন্য একটি ‘হোপস ফিল্ড রেডিনেস হাব’ স্থাপনে ব্যবহৃত হবে।

তিনি জানান, এই তহবিল ১৫ মিলিয়ন অতিরিক্ত তহবিল আনতে সাহায্য করবে, যাতে গাজ্জায় দ্রুত স্থাপিত একটি হাসপাতাল চালু করা যায়। এছাড়া, ছয় লাখ পাউন্ড জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান ফান্ডে (ওসিএইচএ-নেতৃত্বাধীন) দান করা হবে, যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য ব্যবহৃত হবে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

স্কটিশ লেবারের নেতা আনাস সারওয়ার গাজ্জার পরিস্থিতিকে অসহ্য আখ্যায়িত করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে  তিনি বলেন, আমাদের এখনই রক্তপাত বন্ধ করতে হবে। নেতানিয়াহু, যিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের মাধ্যমে গাজ্জায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযু্ক্ত, তাকে জবাবদিহির আওতায় আনা উচিত।

তিনি ব্রিটেন সরকারের ফিলিস্তিন স্বীকৃতির প্রতিশ্রুতিকেও স্বাগত জানান।

আন্তর্জাতিক আহ্বান

জন স্বিনি বলেন, “নৈতিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার আমাদের সকলের দায়িত্ব। পরিষ্কারভাবে বলা যাক, ইসরাইলের কর্মকাণ্ডের কারণে গাজ্জায় একটি গণহত্যা ঘটছে।”

তিনি ব্রিটেন সরকারকে ফিলিস্তিনকে শর্তহীনভাবে স্বীকৃতি দিতে, ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা ও অবৈধ বসতি তৈরির জন্য দায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে আহ্বান জানিয়েছেন। তিনি বসতি থেকে আমদানি বন্ধ এবং ইউকে ইসরাইল ফ্রি ট্রেড চুক্তি স্থগিত করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন।

প্রতীকী পদক্ষেপ

ফিলিস্তিনের পতাকা এডিনবার্গে ফার্স্ট মিনিস্টারের অফিস, সেন্ট অ্যান্ড্রুজ হাউসের সামনে উড়ানোর বিষয়ে জন স্বিনি বলেন, “পতাকা উড়ানো হচ্ছে স্কটল্যান্ডের ফিলিস্তিন জনগণের প্রতি সংহতির প্রতীক হিসাবে। স্কটল্যান্ড গাজ্জার জনগণের পাশে গর্বের সঙ্গে দাঁড়িয়েছে।”

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img

এই বিভাগের

spot_img