বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

বিনা অপরাধে ইসরাইলের কারাগারে বন্দি ১১,১০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনি মানবাধিকার ও বন্দী সহায়ক সংস্থা জানিয়েছে, কমপক্ষে ১১,১০০ ফিলিস্তিনিকে কারাগারে বন্দি করে রেখেছে ইসরাইল। এর মধ্যে ৪৯ জন নারী এবং ৪০০ শিশুও রয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ফিলিস্তিনিয়ান প্রিজনার সোসাইটি, আদামীর প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, এবং কমিশন অব ডেটাইনেজ অ্যাফেয়ার্স যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৪৯ জন নারী এবং ১৮ বছরের কম ৪০০ শিশু রয়েছেন। তবে এই সংখ্যা ইসরাইলি সেনাবাহিনী পরিচালিত শিবিরে আটক ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করে না। আমরা আরও জানাচ্ছি যে ৩,৫৭৭ জন ফিলিস্তিনি ইসরাইলের প্রশাসনিক নীতি অনুযায়ী বিনা অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক হেফাজতে রয়েছেন।”

এই সংখ্যাটি ২০০০ সালের দ্বিতীয় অন্তিফাদার পর থেকে সর্বোচ্চ। সংস্থাগুলি আরও জানিয়েছে, ২,৬৬২ জনকে ইসরাইল অবৈধ যোদ্ধা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলি জানিয়েছেন, কারাগারে থাকা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, শারীরিক ও মানসিক অবহেলা, ক্ষুধার্ত রাখা এবং চিকিৎসা উপেক্ষা করা হয়েছে।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img

এই বিভাগের

spot_img