মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে কাতারের ৪টি বিমান আফগানিস্তানে পৌঁছেছে

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির নির্দেশে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য চারটি মানবিক সহায়তা–বাহী বিমান কাবুলে পৌঁছেছে।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সহায়তা বহরের নেতৃত্ব দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মরিয়ম বিনতে আলি নাসের আল-মিসনাদ। তাঁর সঙ্গে ছিলেন একটি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার দল।

বিবৃতিতে আরও জানানো হয়, সহায়তার মধ্যে রয়েছে দুটি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি আশ্রয়ের সরঞ্জাম। এসব সহায়তা থেকে প্রায় ১১ হাজার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন।

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img