আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সৌদি আরব ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ২১০ টন খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে। কাবুলে সৌদি আরবের রাষ্ট্রদূত ফয়সাল বিন তালক আল-বুকামী এই সহায়তা আনুষ্ঠানিকভাবে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করেছেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা ১০৫ টন জরুরি সহায়তা পাঠিয়েছেন। এর মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধ, তাঁবু ও কম্বল অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, কাবুলে তুরস্কের দূতাবাস গতরাতে ঘোষণা করেছে যে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ২৫ টন খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কুনার প্রদেশে প্রেরণ করা হয়েছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড ঘোষণা দিয়েছে, তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের সহায়তায় ৫ লাখ ইউরো দেবে।
উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে।
সূত্র : হুরিয়াত রেডিও









