ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান।
সম্প্রতি এক ফোনালাপে আলাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর সাথে ফোনালাপে এ আশ্বাস দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কুনার প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় মানবিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ইরানের মানবিক সহায়তা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভূমিকম্প ঘটনা সংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়ে আরাগচির সঙ্গে আলাপ করেন।
সূত্র: আরটিএ









