বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

৭১’র মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানকে পণ্যের মতো বিক্রি করা হচ্ছে: ছাত্রপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৭১’র মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানকে পণ্যের মতো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্রদক্ষ।

সংগঠনটির অভিযোগ, ডাকসু নির্বাচনকে প্রতিযোগিতার পরিবর্তে বাজারে পরিণত করা হচ্ছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ প্রিন্স।

তার অভিযোগ, প্রার্থীদের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক মন্তব্য এবং ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রবণতা বাড়ছে। পণ্যের মতো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করা হচ্ছে। ক্যাম্পাসের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত এ অপপ্রচার শুরু হয়ে গেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img