রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতরা হলেন, হানিফ ও সুজন। একই ঘটনায় শরীফ ও জুয়েল নামে আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নবীনগর সাঁকোর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী ধারাল অস্ত্র নিয়ে ছিনতাই করে। এরপর ভোর ৪টার দিকে আবারও একই স্থানে ছিনতাই করতে এলে স্থানীয়রা তাদের ঘেরাও করে চারজনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাসিন্দারা জানান, ছিনতাইকারী সুজন ও ফয়সাল স্থানীয় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম নেতা জনি ওরফে রক্তচোষা জনির ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই করে আসছিল। পুলিশ প্রশাসনকে বহুবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। গ্রেফতারের পরও অল্পদিনের মধ্যেই জামিনে বের হয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, নিহত দুইজনই সক্রিয় ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। আহত দুজনও একই চক্রের সদস্য এবং বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজন চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহতদের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।