ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন ১৪০৪২। পক্ষান্তরে বামদের জোট প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয় পেয়েছেন। পক্ষান্তরে বাম জোট প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯।
ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের মুহা. মহিউদ্দীন খান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। পক্ষান্তরে ডাকসুতে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল। নির্বাচনে তিনি পেয়েছেন ১৫১১ ভোট।
এছাড়াও শিবির সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইন সম্পাদক মো. জাকারিয়া এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এস এম আল মিনহাজ বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিন জন স্বতন্ত্র প্রার্থী সাহিত্য ও সাংস্কৃতিক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং সমাজসেবা সম্পাদক পদে যুবাইর কেন্দ্রীয় ছাত্র সংসদে বিজয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। ডাকসুর ২৮ টি পদে দাঁড়িয়েছিলেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন।
সূত্র: আমার দেশ