ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের ব্যাপারে ইউরোপীয় তিন দেশের ‘দায়িত্বজ্ঞানহীন’ অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি তাদের পক্ষ থেকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার হুমকিকেও নিন্দা জানান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাগচি এসব কথা বলেন।
এ সময় তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিট) অনুযায়ী ইরানের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক অবৈধ হামলার ঘটনায় জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ইরানের গঠনমূলক আলোচনাই পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে চালানো আগ্রাসনের মুখে দেশটির প্রতিরক্ষামূলক বাধ্যবাধকতা পূরণে জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের উচিত এই কূটনৈতিক অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া এবং সমর্থন জানানো।
টেলিফোন আলাপে তিনি ফিলিস্তিনের চলমান মানবিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেন। ইসরাইলের গণহত্যাকে তিনি ‘গভীরভাবে উদ্বেগজনক বৈশ্বিক ইস্যু’ উল্লেখ করে অবিলম্বে আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন।
গাজ্জা ইস্যু সমাধানে জাতিসংঘসহ বৈশ্বিক শক্তিগুলোকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান ।তিনি একই সঙ্গে কাতারের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।