ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ বন্দিদের বিষয় নিয়ে আলোচনা করতে আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এডাম বোলার এবং জালমাই খলিলজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে আফগানিস্তান ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে মোল্লা বারাদার বলেন, “দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির পথে আছে। যা আগে গুরুতর ঝুঁকির মুখে ছিল, শরিয়াহ শাসন আগমনের পর, তা এখন ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে।”
তিনি বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতির বাধা হলো আফগানিস্তানের ওপর আমেরিকা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার সত্ত্বেও আফগানিস্তান বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি করেছে এবং উল্লেখযোগ্য অর্জন করেছে।
তিনি আমেরিকান প্রতিনিধিদলকে আহ্বান জানিয়ে বলেন, “ওয়াশিংটন যেন সংঘাতমূলক আচরণের পরিবর্তে সহযোগিতা করে এবং আফগানিস্তানের পুনর্গঠনে সহায়তা প্রদান করে।”
সূত্র: হুরিয়াত রেডিও