আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জানিয়েছে, “তাদের দেশ জাতির স্বাধীনতাকে সম্মান করে এবং আফগানদের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) কাবুলে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের প্রধান এডাম বোলার বলেছেন, “সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভূমিকম্পের জন্য আমরা সমবেদনা জানাই। আমার পূর্ববর্তী কাবুল সফর ফলপ্রসূ ছিল। উভয় পক্ষকে পূর্ববর্তী বৈঠকের পর ইতিবাচক ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।”
বৈঠকে মাওলানা আমির খান মুত্তাকী বলেন, “এখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি ভালো সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এমন কোনো জটিল সমস্যা নেই যা সমাধান করা কঠিন হবে।”
দুই দেশের পক্ষ থেকে আজকের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ, নাগরিকদের বিষয়, আফগানিস্তানে বিনিয়োগ ও অন্যান্য সুযোগ নিয়ে আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলে গুরুত্ব আরোপ করেছেন। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উভয় দেশের যেসবা নাগরীক বন্দী আছেন তাদের বিষয়েও আলোচনা চালিয়ে যাওয়া হবে।
সূত্র: হুরিয়াত রেডিও