ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বেলেন, “আফগানিস্তানের আয়তন শিকাগোর সমান বললেই চলে, তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল। আফগানিস্তান সীমিত সম্পদের মধ্যেও তাদের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে।”
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমেরিকায় প্রতি সপ্তাহে অস্ত্রধারী হামলায় সাত থেকে আটজন নিহত হন, এবং বহু মানুষ আহত হন।”
তিনি বলেন, “আমেরিকা আফগানিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও, নিরাপত্তা ব্যবস্থাকে ওই ছোট দেশের পর্যায়ের মতো বজায় রাখতে হিমশিম খাচ্ছে।”