ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তুতি ক্ষেত্রের গাজি এলাকায় নতুন একটি গ্যাস ক্ষেত্র উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ।
রোববার (১৪ সেপ্টেম্বর) ক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম উদ্ধোধন হয়।
মোল্লা বারাদার বলেন, “এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে আমদানি করা বিদ্যুৎ ও গ্যাসের উপর আমাদের নির্ভরশীলতা কমানো যাবে।”
তিনি বলেন, “এই প্রকল্প দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কেবল অনেক মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে না, বরং দেশের গ্যাসের অভ্যন্তরীণ চাহিদাও বড় পরিমাণে পূরণ হবে। দেশের আমদানি করা গ্যাস ও বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমবে এবং ধীরে ধীরে গ্যাস রপ্তানির পথ সুগম হবে।”
দেশীয় ও বিদেশী সমস্ত বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে মোল্লা বারাদার বলেন, আফগানিস্তানে বিনিয়োগ করুন এবং দেশের আপেক্ষিক সুবিধা গ্রহণ করুন।
তিনি চুক্তিবদ্ধ কোম্পানিকে নির্দেশ দেন, “তাদের কাজ মানসম্মত ও নির্ধারিত নীতিমালা অনুযায়ী সম্পন্ন করতে হবে।”
সূত্র: হুরিয়াত রেডিও