মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

বাড়িভাড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে তালেবান সরকার, কাবুলে অভিযান শুরু

আফগান জনগণের স্বার্থ ও সেবার কথা বিবেচনা করে তালেবান সরকার বাড়িভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। বিচার মন্ত্রণালয়ের নেতৃত্বে রাজধানী কাবুলে বাড়িভাড়া তদারকি ও নিয়ন্ত্রণে বিশেষ কমিটি কার্যক্রম শুরু করেছে, যাতে ভাড়াটিয়া ও মালিক উভয়ের জন্য ন্যায্যতা নিশ্চিত হয়।

যৌথ বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিটি গত তিন দিনে কাবুল শহরের বিভিন্ন এলাকায় ৯৩টি রিয়েল এস্টেট অফিস এবং ২৪টি আবাসিক ব্লক পরিদর্শন ও তদারকি করেছে।

এই কার্যক্রম গত মঙ্গলবার থেকে শুরু হয়। পাঁচটি বিশেষ দলে বিচার মন্ত্রণালয়, নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর, গোয়েন্দা সংস্থা, কাবুল পৌরসভা এবং অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

পরিদর্শনে পাঁচটি রিয়েল এস্টেট অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ছিল, লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং লেনদেন সঠিকভাবে রেজিস্ট্রেশন বইয়ে অন্তর্ভুক্ত না করা।

কমিটি অফিস পরিচালকদের পরামর্শ দিয়েছে, তারা যেন সেইসব বাড়ি বা অ্যাপার্টমেন্ট নিবন্ধন না করে যেগুলোর ভাড়া ১৪০৩ সৌর হিজরি (শামসি) সালের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আবাসিক ব্লক ও বাড়ির মালিকদেরও সতর্ক করা হয়েছে, তারা যেন নির্ধারিত সীমার বাইরে ভাড়া বৃদ্ধি না করেন।

কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেছেন। ভাড়াটিয়ারা নিয়ন্ত্রণহীন ভাড়া বৃদ্ধি বিষয়ে অভিযোগ জানিয়েছেন, যা শুনে কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে এই কমিটি তাদের নেতৃত্বে এবং প্রদেশগুলোতে বিচার দপ্তরের নেতৃত্বে ভাড়া চুক্তির ওপর কঠোর নজরদারি করছে। কেউ যদি ভাড়া অতিরিক্ত বাড়ায় বা অনানুষ্ঠানিক চুক্তি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img