শনিবার, মে ১০, ২০২৫

হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল না ছাত্রলীগ নেতাকে

spot_imgspot_img

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী ও সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন এছাহাকের (৪২) মৃত্যু হয়েছে।

রোববার (০৭ জুন ) সকালে জ্বর ও শ্বাসকষ্টে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

তৌফিক হোসেন এছাহাকের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকায়। তার বাবা মৃত মোজাম্মেল হক সরকারি কর্মকর্তা ছিলেন।

তিনি চাকরির সুবাদে পরিবার নিয়ে খুলনায় বসবাস করতেন। এ কারণে তৌফিক হোসেন এছাহাকের জীবনের বেশিরভাগ সময় কেটেছে খুলনার খালিশপুরে।

তৌফিক হোসেন এছাহাক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পলিটেকনিক ইনস্টিটিউটের জিএস ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করতেন। পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img