ইতিহাস সাক্ষী যারা জেরুজালেম দখল করেছে, তাদের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন তুরুস্কের কমিউনিকেশনস ডিরেক্টর বোরহানউদ্দীন দুরান।
তিনি বলেন, “এই পবিত্র নগরী অনেক অহঙ্কারীর পতন দেখেছে, যারা ভেবেছিল জেরুজালেম শুধু তাদেরই।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) “গাজ্জা: মানবতার অগ্নিপরীক্ষা” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বোরহানউদ্দীন দুরান বলেন, ইতিহাসে যারা জোরপূর্বক জেরুজালেম দখল করেছে, তার জনগণকে নির্যাতন করেছে এবং এর মসজিদ ও গির্জায় হামলা চালিয়েছে, তারা সর্বদা নিন্দিত হয়েছে।
তিনি বলেন, ইসরাইল দীর্ঘ দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও দমন করে আসছে, আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করছে এবং গণহত্যা চালাচ্ছে।
তিনি আরও বলেন, “ফিলিস্তিনি শিশুদের দোলনা কবরস্থানে রূপান্তর করে ইসরাইল গোটা মানবজাতিকে পরীক্ষা করছে, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়ে আঞ্চলিক শান্তিকেও হুমকির মুখে ফেলছে।”
দুরান বলেন, “নিজের গণহত্যামূলক নীতি ও সম্প্রসারণবাদী মনোভাবের কারণে ইসরাইল এখন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।”
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া আক্রমণ থেকে এখন পর্যন্ত গাজ্জায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। নিরলস বোমাবর্ষণে এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, দেখা দিয়েছে খাদ্যাভাব ও মহামারির মতো রোগ।
বোরহানউদ্দীন বলেন, তুরস্ক গাজ্জার জন্য ব্যাপক মানবিক সহায়তা দিয়েছে। ইসরাইলের বিধিনিষেধ সত্ত্বেও ১ লাখ টনের বেশি ত্রাণ এবং ৪০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা ইউএনআরডব্লিউএ-কে প্রদান করা হয়েছে।
তিনি বলেন, তুরস্ক একটি স্থায়ী যুদ্ধবিরতি, জরুরি মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।
তুর্কি গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, আনাদোলুসহ বিভিন্ন গণমাধ্যম ইসরাইলি বিভ্রান্তিকর প্রচারণা উন্মোচন করেছে এবং গাজ্জার বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, যদিও মাঠপর্যায়ে নানা বাধা ও হুমকি ছিল।
তিনি আরও, “আনাদলু অঞ্চল থেকে ১৩টি ভাষায় প্রায় ১ লাখ ৪৪ হাজার প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ‘দ্য উইটনেস’ ও ‘দ্য এভিডেন্স’ নামে বই প্রকাশ করেছে, ২ লাখের বেশি ছবি এবং প্রায় ১৫ হাজার ভিডিও প্রকাশ করেছে, যা জনগণকে জানানো হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।”
দুরান পশ্চিমা গণমাধ্যমকে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করে বলেন, ইসরাইল “মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য এবং অ্যালগরিদমিক সেন্সরশিপ” ব্যবহার করে গাজ্জায় তাদের কার্যকলাপের সত্য লুকাতে চাইছে।
সূত্র: ইয়ানি সাফাক